Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৬:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দু’জন নিহত 
Sunday June 9, 2024 , 8:17 pm
Print this E-mail this

থানায় অপমৃত্যুর মামলা, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা

বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দু’জন নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (জুন ৯) বরিশাল নগরীর আমতলার মোড়ে ও সদর উপজেলার তালুকদার হাট মোড়ে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন-বরিশাল সদর উপজেলার তালুকদার হাট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র অহিদুল ইসলাম (১৬) ও নগরীর শেরে বাংলা সড়কের বাসিন্দা মৃত মো: উলফাত আলী হাওলাদারের ছেলে মো: সোহরাব হোসেন হাওলাদার (৮০)। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিকেল ৩টায় স্কুল ছুটির পর অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অহিদুল ইসলাম। তালুকদার হাট মোড় এলাকায় অটোরিকশাটি উল্টে গেলে চাপা পড়ে মাথায় আঘাত পায় সে। পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। অপরদিকে কোতয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বৃদ্ধ সোহরাব হোসেন মোটরসাইকেল চালিয়ে নগরীর রুপাতলী থেকে আমতলা মোড় এলাকায় যান। এ সময় নগরীর নথুল্লাবাদগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। তখন কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে সোহরাব হোসেন রাস্তায় পড়ে যান। তখন কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরিদর্শক বিপ্লব আরও জানান, ঘটনার পর কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার