স্টাফ রিপোর্টার : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সমাবেশে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শরিফুল ইসলাম (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৩ জুলাই) বেলা দেড়টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালের পেছনে নার্সিং কলেজ ক্যাম্পাসের সম্মুখে এই ঘটনা ঘটে। জানা যায়, আহত ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলাম ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজীর ফিজিও থেরাপি তৃতীয় বর্ষের ছাত্র। হামলাকারী শাকিল আহম্মেদও একই কলেজের ছাত্র ও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানান, শেবাচিম হাসপাতালের নতুন নিবির পর্যক্ষেণ কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন শেষে অডিটোরিয়ামে সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যখন বক্তব্য রাখছিলেন তখনই নার্সিং কলেজ সম্মুখে ছাত্রলীগের দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইএইচটি কলেজের একাধিক ছাত্র জানায়, আইএইচটি ছাত্রলীগের পক্ষ থেকেই বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা মিছিল বের করার প্রস্তুতি চলছিল। ওই মিছিলের আয়োজকরা শাকিল আহম্মেদকে মিছিলের সামনে যেতে বাঁধা দেওয়ায় সে ক্ষুব্ধ হয়। পরবর্তীতে মিছিল শেষে তার বহিরাগত বাহিনী নিয়ে আয়োজকদের একজন শরিফুল ইসলামকে নার্সিং কলেজের সম্মুখে আটকে বেধড়ক পিটুনী দেয়। এই খবরে শরিফুলের বন্ধুরা এগিয়ে গেলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সত্যরঞ্জন খাসকেল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেও বলে তিনি জানান।