Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বর্ণের দোকানে চুরি 
Wednesday January 3, 2018 , 4:06 pm
Print this E-mail this

৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা খোয়া গেছে বলে দাবি দোকান মালিকের

বরিশালে স্বর্ণের দোকানে চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরের নতুনবাজার এলাকায় শরীফ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধরর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওই দোকানে থাকা ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন দোকান মালিক। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে দোকান খুলতে গিয়ে চুরির এ দৃশ্য দেখতে পান ওই দোকানের মালিক মাহাবুব শরীফ। তিনি জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান তালাবদ্ধ করে দিয়ে যান। এরপর সকালে দোকান খুলে দেখতে পান দোকানে কোনো স্বর্ণালংকার নেই এবং পাশের দেয়ালও ভাঙা। দোকান মালিকে ধারণা পাশের সিয়াম ট্রেডার্স নামে হলুদ-মরিচের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণের দোকানে লুটপাট চালায় দুর্বৃত্তরা। লুটপাটের সময় দোকানের ভেতরে থাকা সিন্দুক ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। সিয়াম এন্টারপ্রাইজের মালিক জগলু জানান, তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে সকালে খবর পেয়ে দোকানে এসে দেখেন দোকানের সাটারের তালা ভাঙা। তবে তার দোকানের কিছুই খোয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে একটি ট্রাক ওই দোকানের সামনে আড়াআড়িভাবে রাখা ছিলো। যে কারণে কিছুই বোঝা যায়নি। ওই মার্কেটের অল্প কিছু দূরেই রয়েছে পুলিশ ফাঁড়ি। তারা কিছু বুঝতে পারেননি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান বলেন, মালিকের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। এ ঘটনায় কাউকে আটক করা না হলেও তারা বিষয়টি খতিয়ে দেখছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা