বরিশালে স্ত্রীকে লঞ্চ থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যাচেষ্ট !
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বরগুনার তালতলী উপজেলার গৃহবধূ সুখী আক্তারকে (১৮) ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বিকালে মোল্লারহাট ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের পার্শ্ববর্তী বিষখালী নদী থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনাসূত্রে জানা গেছে, বরগুনার তালতলী উপজেলার শিকারীপাড়া গ্রামের মো: আইয়ুব আলী হাওলাদারের মেয়ে মোসা: সুখী আক্তার এর সাথে পার্শ্ববর্তী মালিপাড়া গ্রামের আব্দুল কাদের হাওলাদারের পুত্র জামাল হাওলাদারের সাথে দুই মাস পূর্বে পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে জামাল অমানুষিক নির্যাতন করে সুখীর ওপর। একপর্যায়ে দাবিকৃত যৌতুক না পেয়ে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মতে গত সোমবার ঢাকা বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বরগুনা টু ঢাকাগামী এম. ভি আওলাদ-২ লঞ্চে রাজধানীর উদ্দেশে রওয়ানা হয়। ইসলামাবাদ নামক স্থানে পৌঁছলে সহজ সরল সুখীকে নদীর দৃশ্য দেখাবার কথা বলে লঞ্চের পার্শ্ববর্তী স্থানে নিয়ে আসে। দৃশ্য দেখার একপর্যায় হত্যার উদ্দ্যেশে ধাক্কা দিয়ে সুখীকে নদীতে ফেলে দেয় পাষন্ড স্বামী। সুখী সাতরিয়ে নদীর তীরে আসার চেষ্টা ও ডাকচিৎকারে নদী তীরবর্তী স্থানীয় শিক্ষক মো: কাইযুম বাদশার পুত্র মো: সাঈদ দেখতে পেয়া নদীতে ঝাপ দিয়ে সুখীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। পরবর্তীতে সাঈদ স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে খবর দেয়। পুলিশ সুখীর সহায়তায় পিতা আইয়ুব আলীকে বিষয়টি মোবাইল ফোনে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে তাদের মেয়েকে শনাক্ত করে। ইউপি সদস্য সাইদুল ইসলাম মন্টুর হস্তক্ষেপে সুখীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বরগুনার তালতলী থানায় মামলা করবেন বলে জানিয়েছেন তার পরিবার।