|
সঠিক সময়ে সনাক্ত হলে প্রতিকার সম্ভব, সচেতন থাকুন সুস্থ থাকুন
বরিশালে স্তন ক্যান্সার দিবস পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্তন ক্যান্সার এক নিরব ঘাতক, সঠিক সময়ে সনাক্ত হলে প্রতিকার সম্ভব, সচেতন থাকুন সুস্থ থাকুন। আমরা ক্যান্সার চাই না সুরক্ষা চাই-এই শ্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে স্তন ক্যান্সার দিবস উপলক্ষে নগরীতে গোলাপি শোভাযাত্রা নামের একটি র্যালি ও ক্যান্সার রোগ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল নয়টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বেড় করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে নগরীর ব্রাউন্ড কম্প্রাউন্ড সড়কস্থ রয়েল সিটি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। স্তন ক্যান্সার দিবসটি পালন করেন বরিশাল রোটারিয়ান ক্লাব, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতন ফোরাম সহ রোটারিয়ান অঙ্গ সংগঠন। এসময় রয়েল সিটি হাসপাতালের সামনে এক আলোচনায় বক্তব্য রাখেন সাবেক ক্যান্সার চিকিৎসক প্রধান ও রোটারিয়ান ডাঃ হাবিবুল্লাহ, ডাঃ তানিয়া খালেদ, ডাঃ সৈয়দ আফতাবুব কামাল, কামরল ইসলাম চৌধুরী, মোছাবাদ জাহান সৌরব, রোটারিয়ান (পিপি) মোঃ মাহতাব উদ্দিন আল মাহমুদ, ইঞ্জিনিয়ার আবুল বাসার, রোটারিয়ান জুয়েল শাহ কবির শাহিন রোটারিয়ান হাবিব মল্লিক, রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক কাজী আফরোজা, ডাঃ তরিক সমাদ্দারর, কাউন্সিলর জাকির হোসেন ভুলু,ভানু লাল দে, আফজাল খান, হাসিব হাসান মল্লিক, ইকবাল আজম খান, হাসনাইন চৌধুরী,শহিদুল্লাহ ও ডাঃ হুমাউন কবীর প্রমুখ। এসময় তারা বলেন স্তন ক্যান্সারের মত রোগ লজ্জা সংকস্থ এড়িয়ে সঠিক সময়ে চিকিৎসা গ্রহন করা হলে এরোগ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন তারা। এসময় তারা বিভাগীয় শহর বরিশালে একটি আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল নির্মান করা সহ প্রচার প্রচারনা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবী জানান। পরে রয়েল সিটি হাসপাতালের সার্বিক সহযোগীতায় বিভিন্ন রোগীদের রোগ নির্ণয় সেবা প্রদান করা হয়।
Post Views:
১,০৯৫
|
|