Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৭, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্টিমারের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি, আহত-৫ 
Tuesday November 13, 2018 , 6:28 pm
Print this E-mail this

মাষ্টার স্টিমারটি নদী তীরে নিয়ে গেলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা

বরিশালে স্টিমারের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি, আহত-৫


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের শায়েস্তাবাদ সংলগ্ন বগাদী এলাকায় যাত্রীবাহী স্টিমারের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ডুবে যাওয়া বাল্কহেডের মাষ্টারসহ পাঁচজনকে উদ্ধার করে রাত সাড়ে ১১ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে নৌ-পুলিশ। এরা হলো বাল্কহেড ‘মোহাম্মাদিয়া’-৫ এর মাষ্টার বরগুনার আমতলী উপজেলার ঝাড়াখালী গ্রামের বাসিন্দা আব্দুস ছালাম ফরাজী (৩৮), স্টাফ ও একই এলাকার আব্দুল মজিদের ছেলে রাসেল রাঢ়ী (২৬) ও আসলাম রাঢ়ী (২০) শহীদ রাঢ়ী’র ছেলে অলী রাঢ়ী (২৩) ও আমতলীর শিকারী পাড়ার বাসিন্দা আব্দুল আজিজ ফকিরের ছেলে মালেক ফকির (৩৬)। তবে এ ঘটনায় স্টিমারের কোন যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহত রাসেল রাঢ়ী বলেন, স্টিমার ও বাল্কহেড একই দিকে চলছিলো। হঠাৎ কেরে বাল্কহেডের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয় স্টিমারটি। মুহুর্তের মধ্যে বাল্কহেডটি নদীর পানিতে নিমজ্জিত হতে শুরু করে। এসময় জীবন বাঁচাতে বাল্কহেডে থাকা মাস্টার, চালক সহ অন্যান্যরা নদীতে ঝাঁপ দেয়। পরে অন্য নৌ-যানের সহায়তায় তাদের উদ্ধার করা হলে বাল্কহেডটি ডুবে যায়। এদিকে স্টিমারের যাত্রী মিজান জানান, ধাক্কা লাগার পরপরই স্টীমারের ডান পাশের একটি অংশ ফেঁটে যায়। তাৎক্ষনিক মাষ্টার স্টিমারটি নদী তীরে নিয়ে গেলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা। পরে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন কোম্পানির একটি লঞ্চে স্টিমারের যাত্রীদের উঠিয়ে দেয়া হয়। যাত্রীদের বরাত দিয়ে বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, স্টিমার ‘পিএস টার্ন’ মোড়লগঞ্জ থেকে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ সংলগ্ন বগাদী এলাকায় নদীতে পৌছালে ‘মোহাম্মাদিয়া’ ৫ নামক একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাল্কহেডটি ডুবে যায়। পাশাপাশি স্টিমারটির সামনের অংশের তলা ফেঁটে পানি ঢুকতে শুরু করলে সেটিকে পার্শ্ববর্তী একটি চরে নোঙর করা হয়। স্টিমারটিতে ২৫০ যাত্রী ছিলো। যাদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী মহা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম