Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৮, ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্কুল ছাত্র আবিরের হত্যাকারী মিরাজের আত্মসমর্পন 
Wednesday December 27, 2017 , 7:51 pm
Print this E-mail this

নগরীর ৯নং ওয়ার্ডস্থ ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল স্বর্ণামতের ছেলে মিরাজ

বরিশালে স্কুল ছাত্র আবিরের হত্যাকারী মিরাজের আত্মসমর্পন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ব্যাট দিয়ে পিটিয়ে সহপাঠি স্কুল ছাত্রকে হত্যাকারী সহপাঠি কিশোর অপরাধী মিরাজুল ইসলাম মিরাজ স্বর্ণামত আদালতে আত্মসমর্পন করেছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল শিশু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. গোলাম ফারুক তাকে যশোরে কিশোর অপরাধ সংশোধনাগারে প্রেরনের নির্দেশ দেন। আত্মসমর্পনকারী কিশোর অপরাধী মিরাজুল ইসলাম মিরাজ সর্ণামত (১৫) নগরীর ৯নং ওয়ার্ডস্থ ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল স্বর্ণামতের ছেলে এবং সহপাঠি আবির দাস হত্যা মামলার নামধারী প্রধান আসামী। এর আগে গত ২২ডিসেম্বর দুপুরে নগরীর ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চক বাজার এলাকার বাসিন্দা নগরীর একে স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষা দেয়া ছাত্র আবিরকে ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ওই দিনই তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ২২ ডিসেম্বর দিবাগত গভির রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় তার বাবা জয় রবী দাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম