Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৭, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্কুল ছাত্রীকে ভারত পাচারের অভিযোগ 
Sunday January 7, 2018 , 7:56 pm
Print this E-mail this

আসামীদের গ্রেফতার ও পাচার হওয়া ওই ছাত্রীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

বরিশালে স্কুল ছাত্রীকে ভারত পাচারের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মুক্তা বাড়ৈকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শনিবার রাতে ওই ছাত্রীর পিতা উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কলাভিটা গ্রামের রনজিৎ বাড়ৈ বাদী হয়ে একই গ্রামের নির্মল মন্ডল (২১), সজিব মন্ডল (১৯), শৈশব বাড়ৈ (২১) ও রিতা হালদার (২৫) কে আসামী আসামী করে এ মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর সকালে মুক্তা বাড়ৈ স্কুলে যাওয়ার পথে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামীরা তাকে (মুক্তা) ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুজির পরে যশোর মানবকল্যাণ সংস্থার মাধ্যমে ওই ছাত্রীর পরিবার জানতে পারেন মুক্তা বাড়ৈ ভারতের সুকন্যা হোমে রয়েছে। এ প্রসঙ্গে থানার ওসি সাজ্জাদ হোসেন জানান আসামীদের গ্রেফতার ও পাচার হওয়া ওই ছাত্রীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম