|
হত্যাকারীদের ফাঁসি এবং এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে দাবি জানান – বরিশাল বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবতী
বরিশালে স্কুল ছাত্র’র হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন
বরিশাল নগরের নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ছাত্র আবু সালেহ’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ (২৩-১২-১৭) শনিবার সকাল ১০ টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতর আবু সালেহ্’র চাচা সেলিম মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বরিশাল বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী ও বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি এ.কে আজাদ, গন সংহিত আন্দোলনের বরিশাল জেলার সদস্য সচিব হারুন আর রশিদ মাহমুদ, ও মানববন্ধন পরিচালনা করেন ছাত্র নেতা সাইফুল ইসলাম খান। এসময় আরো উপস্থিত ছিলেন নিহত আবু সালেহ’র মাতা মামলার বাদী রহিমা বেগম, বাবা মোঃ লিটন মুধা, দাদী ছালেহা বেগম, এলাকাবাশী চান মিয়া, হাজী মোঃ রুহুল আমিন, আঃ রহিম। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ডের এলাকাবাসীসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসময় বরিশাল বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবতী বলেন, নিহত আবু সালেহ’র হত্যাকারীদের ফাঁসি চাই এবং তার হত্যাকারী সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে দাবি জানান। তিনি আরো বলেন,আর কত মায়ের কোল খালি হবে। আর মা পথে পথে কান্না করে দিন কাটাবে। এসময় নিহত আবু সালেহ্’র মা বলেন, আমার এক মাত্র সন্তানকে পরিকল্পিত ভাবে সন্ত্রারাসীরা হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই। আমার মত আর কত মায়ের কোল খালি হবে। উল্লেখ্য, ১০ ডিসেম্ব রাতে রুপাতলীর শের-ই-বাংলা রোডের একটি বন্ধ চায়ের দোকানের সামনে এসএসসি পরীক্ষার্থী আবু সালেহ’র ওপর হামলা চালায় একই এলাকার কলেজ ছাত্র হৃদয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করে। নিহত আবু সালেহ নগরের রুপাতলী এলাকার শের-ই-বাংলা রোডের মৃধা বাড়ির লিটন মৃধার ছেলে। দায়েরকৃত মামলার অসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় প্রশাসনকে।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
১,০৩৭
|
|