Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১৫, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ 
Saturday January 25, 2025 , 5:23 pm
Print this E-mail this

পুলিশ মামলায় অভিযুক্ত কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি

বরিশালে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্কুলছাত্র রাব্বি হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টাব্যাপী অবরোধ করেছেন এলাকাবাসী। শনিবার (জানুয়ারি ২৫) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের রহমতপুর ব্রিজ এলাকার অবরোধ হয়। এসময় সড়কের দুই দিকে অসংখ্য যানবাহন আটকে যাত্রীদের সীমাহীন ভোগান্তি হয়। এসময় বিক্ষুব্ধরা বলেন, রাব্বি নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এসময় বাড়ির পাশে রাব্বির লাশ পড়ে থাকে। পরবর্তীতে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলেও আসামিদের আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। নয়তো আরও কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষার্থীরা। প্রসঙ্গত, গত বুধবার সকালে উপজেলার পূর্ব রহমতপুর এলাকার রাস্তার পাশে মো: রাব্বি হাওলাদার (১৮) নামে দশম শ্রেণির স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে। আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে পুলিশ মামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড