সরকারি জমি অবৈধ দখল মুক্ত করতে খুব শিগগিরই অভিযান শুরু হবে – মাসুমা আক্তার
বরিশালে সেতুর অ্যাপ্রোচ সড়ক দখল করে দোকান নির্মাণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর উপজেলার হারতা কাঁচা নদীর ওপর নবনির্মিত সেতুর অ্যাপ্রোচ সড়ক দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবালের ভাতিজা মিঠু মৃধা এ দোকান নির্মাণ করেছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হলেও দোকান নির্মাণকারী মিঠু মৃধা প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। স্থানীয়রা জানান, হারতা কাঁচা নদীর ওপর নবনির্মিত সেতুর অ্যাপ্রোচ সড়কের পাশে গত দুদিন ধরে দোকানঘর নির্মাণ শুরু করেন উপজেলা চেয়ারম্যানের ভাই মৃত দিলীপ মৃধার ছেলে মিঠু মৃধা ও তার সহযোগীরা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সেতুটি উদ্বোধনের আগেই অ্যাপ্রোচ সড়কের পাশে সরকারি সম্পত্তি দখল করে দোকানঘর নির্মাণ করায় সেতুর সৌন্দর্য নষ্ট হচ্ছে। অ্যাপ্রোচ সড়কে দোকানঘর নির্মান হলে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুন বেড়ে যায়। এ কারণে মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রভাবশালী মিঠুর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ প্রসঙ্গে অভিযুক্ত মিঠু মৃধা বলেন, জমি সরকারি। অন্যান্যরা জমি দখল করছেন। তাই আমিও ব্রিজের অ্যাপ্রোচ সড়কের পাশে দোকান নির্মাণ করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার বলেন, সরকারি জমি অবৈধ দখল মুক্ত করতে খুব শিগগিরই অভিযান শুরু হবে।