|
সভাপতি সাঈদ পান্থ,সম্পাদক হিমাদ্রী
বরিশালে সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন দি অডেশাস্’র কমিটি গঠন
স্টাফ রিপোর্টার : তারুণ্যের উদ্দীপণা নিয়ে বরিশালে যাত্রা শুরু করেছে সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন দি অডেশাস্।একটি পূর্ণাঙ্গ আধুনিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনা করা,সামাজিক ও সাংস্কৃতিক কাজের মাধ্যমে বরিশালকে প্রতিষ্ঠা করার লক্ষে দি অডেশাস্ এর ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।সামাজিক ও সাংকৃতিক সংগঠক সাংবাদিক সাঈদ পান্থকে সভাপতি ও তরুণ সংগঠক অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য’র মধ্যে সহ-সভাপতি সৈয়দ নাজমুল আলম অভি,সহ-সম্পাদক দুর্জয় সিংহ জয়,কোষাধ্যক্ষ কিশোর রায় আকাশ,সহ-কোষাধ্যক্ষ শিহাব সারার, দপ্তর ও প্রচার সম্পাদক নাইমুর রহমান নাহিদ,সহ-দপ্তর ও প্রচার সম্পাদক রিফাত খান,প্রদর্শনী-অনুষ্ঠান সম্পাদক আবির মজুমদার শুভ,সহ-প্রদর্শনী-অনুষ্ঠান সম্পাদক শুভ মিত্রকে সর্বোসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।এছাড়া কার্যনির্বাহী সদস্য করা হয়েছে ফাতেমা শান্তা,জয় দাস,কাজী মিয়াদুল ইসলাম মৃদুল,রুশদা হাসান, অদিতি দাস,সিরাজুল ইসলাম সাগর ও সৌরভ দে-কে।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।
Post Views:
৬৭
|
|