|
শহরের নুরিয়া হাই স্কুল প্রাঙ্গণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়
বরিশালে সাবেক মেয়র হিরনের কবরে জেবুন্নেছার ফুলেল শ্রদ্ধা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআনখানি, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শোকাবহ পরিবেশে বরিশালের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরণের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়। সোমবার (০৯ এপ্রিল) সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দলীয় কার্যালয়ে এবং হিরনের বাসভবন এলাকা নগরীর দক্ষিণ আলেকান্দার হিরণ পয়েন্টে কোরআনখানি, মিলাদ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। পরে সকাল ৯টায় বরিশাল মুসলিম গোরস্তানে মরহুম হিরণের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহধর্মিণী সদর আসনের এমপি জেবুন্নেসা আফরোজসহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ফাতেহা পাঠ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এছাড়াও বরিশাল মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সভাপতি জসিম উদ্দিন। শহরের নুরিয়া হাই স্কুল প্রাঙ্গণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। বিকেলে আসর নামাজের পর নগরীর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় মসজিদগুলোতে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এ ছাড়া বরিশাল ক্লাব লিমিটেডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শওকত হোসেন হিরন স্মরণে দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
Post Views:
১,৪৪১
|
|