প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী
বরিশালে সাবেক ভিক্ষুকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ২২ জন সাবেক ভিক্ষুকদের মাঝে সোমবার সকালে নতুন কাপড়, চাল, সেমাই, চিনি, নগদ অর্থসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভোলা সাহা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া প্রমুখ।