Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১৯, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিক মীর মনিরুজ্জামান’র প্রথম মৃত্যু বার্ষিকী পালন 
Saturday February 24, 2018 , 12:00 pm
Print this E-mail this

তিনি ১৯৮২ থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাংবাদিকতায় সক্রিয় ছিলেন

বরিশালে সাংবাদিক মীর মনিরুজ্জামান’র প্রথম মৃত্যু বার্ষিকী পালন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাংবাদিকতা জীবনে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন মীর মনিরুজ্জামান। তিনি সাহসীকতার সাথে বরিশালে সাংবাদিকতা করতেন। অন্যায়কে দূরে ঠেলে ন্যায়কে প্রতিষ্ঠা করার শপথ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু চলার পথে হঠাৎ-ই থামতে হয়েছে মীর মনিরুজ্জামানকে। সেই আদর্শ, সৎ সাংবাদিকতা, অনুপ্রেরণার মানুষটির প্রথম মৃত্যুবাষির্কী পালন করা হয়। বরিশাল প্রেসক্লাব ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক বরিশালের কথার প্রকাশক ও সম্পাদক সিনিয়র সাংবাদিক মীর মনিরুজ্জামান প্রথম মৃত্যুবাষিকী পালন করা হয়। ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারী শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মীর মনিরুজ্জামান স্থানীয় সাপ্তাহিক লোকবাণী পত্রিকায় ১৯৮২ সালের দিকে সাংবাদিকতা শুরু করেন। পরে দৈনিক দেশ পত্রিকায়ও দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দৈনিক আজকের কাগজে বরিশালে স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন। এরপর ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি স্থানীয় সত্য সংবাদ পত্রিকায় সম্পাদনার দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক বরিশালের কথা পত্রিকায় সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৮২ থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (২৪-০২-১৮) আসর বাদ নিজ বাসভবন শিতলাখোলায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু