|
প্রধান অতিথি পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিকের স্বজনদের হাতে ক্রেষ্ট ও সম্মাননার অর্থ তুলে দেন
বরিশালে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদক প্রদান ও আলোচনা অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “মাইনুল হাসান ছিলেন সত্যনিষ্ট সাংবাদিকতার উজ্জলতম প্রতীক। তার পেশাদারিত্বের কাছে হার মেনেছে লোভ-মোহ। সংবাদ পরিবেশনে মাইনুল হাসান কখনই ভয়-ভীতিকে পরোয়া করেননি। সাংবাদিকতায় বর্তমান প্রজন্মকে মাইনুল হাসানের আদর্শকে অনুসরন করতে হবে”। সাংবাদিক মাইনুল স্মৃতি পদক প্রদান ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। প্রয়াত সাংবাদিক মাইনুল হাসানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদ’ শুক্রবার সন্ধায় এ পদক প্রদান ও স্মরন অনুষ্ঠানের আয়োজন করে। শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মানবেন্দ্র বটব্যল, নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, সংস্কৃতিজন শান্তি দাস, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি একে আজাদ, জেলা জাসদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, আওয়ামীলীগ নেতা সৈয়দ গোলাম মাসউদ বাবলু, মহানগর বিএনপি’র সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন, গণফোরাম নেতা হিরণ কুমার দাস মিঠু, বরিশাল রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সৈয়দ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস. এম জাকির হোসেন। সভাপতিত্ব করেন মাইনুল হাসান স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ দুলাল। স্বাগত বক্তৃতা সংগঠনের সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জি। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ। বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা বানিজ্যে পরিনত হয়েছে। আদর্শ ও মুল্যবোধের অবক্ষয়ের কারনে পবিত্র এ পেশা এখন নানাভাবে প্রশ্নবিদ্ধ। তাই অপসাংবাদিকতা প্রতিরোধে মাইনুল হাসানের আদর্শকে তুলে ধরে পেশাদার সাংবাদিকদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক ও সংস্কৃতিজন মরহুম মীর মুজতবা আলী (২০১৬) এবং অকাল প্রয়াত সাংবাদিক লিটন বাশার (২০১৭) সহ প্রয়াত সাংবাদিকদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পদকপ্রাপ্ত সাংবাদিক মীর মুজতবা আলীর কর্মময় জীবনি পাঠ করেন সিনিয়র সাংবাদিক স্বপন খন্দকার। লিটন বাশারের জীবনি পাঠ করেন বেলায়েত বাবলু। স্মরন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিকের স্বজনদের হাতে ক্রেষ্ট ও সম্মাননার অর্থ তুলে দেন। মীর মুজতবা আলীর পক্ষে পদক গ্রহন করেন তার পুত্রবধু ফেরদৌসি আক্তার এবং লিটন বাশারের পক্ষে পদক গ্রহন করেন তার স্ত্রী আরজু বাশার।
Post Views:
৮৮
|
|