দেশের শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকা যুগান্তরের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন
বরিশালে সাংবাদিক আকতার ফারুক শাহিন’র জন্মদিন অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ১৬ ডিসেম্বর ছিল সিনিয়র সাংবাদিক আক্তার ফারুক শাহিনের জন্মদিন। তার জন্মদিনে সাংবাদিকদের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়। ১৯৭৩ সালের ১৬ ডিসেম্বর তিনি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। আকতার ফারুক শাহিন ১৯৮৮ সালে সাপ্তাহিক বাংলার বনে ও চিরন্তন বাংলা পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি ইংরেজি অনলাইন নিউজপোর্টাল ইউএনবি, একুশে টেলিভিশন, দৈনিক ডেইলি স্টার, বাংলার বাণী ও বরিশাল থেকে প্রকাশিত আজকের বার্তাসহ একাধিক পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দেশের শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকা যুগান্তরের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়াও স্থানীয় পত্রিকায় তিনি লেখালেখি করে বেশ আলোচিত হন। বর্তমানে তিনি রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো চিফ ও টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন। আকতার ফারুক শাহিন জানান, এবার জন্মদিনে তেমন কোন আড়ম্বর নেই। সকালে ঘুম থেকে উঠেই গ্রামের বাড়ি নলছিটিতে গিয়েছি। সেখানে বেলা ১১ টার দিকে বাবার কবর জিয়ারত করি। পরে তার প্রয়াত বাবার প্রতিষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের সাথে বিজয় দিবসের সার্বিক কর্মসূচি পালন করেন। বিকেলের দিকে রওনা হয়ে বরিশালে আসেন। তবে সন্ধ্যার পরে আকস্মিক বেশ কয়েকজন সংবাদকর্মী কেক নিয়ে অফিসে হাজির হন। ফলে কোন ধরনের আয়োজন ছাড়াই একটি কেক কাটা হয়। এতে অনলাইন নিউজপোর্টাল ‘বরিশালটাইমস’র সম্পাদক হাসিবুল ইসলাম, ‘বরিশাল ক্রাইম নিউজ’র প্রকাশক খন্দকার রাকিব এবং আইটি ইঞ্জিনিয়ার জিহাদ রানাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।