মোঃ আর. এ. শুভ, অতিথি প্রতিবেদক : বরিশাল নগরীর রুপাতলি আদর্শ সড়ক এলাকায় সাংবাদিক শাহ আলম বাচ্চুর বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটেছে।মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক আট টার দিকে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় বাচ্চুর স্ত্রী নাছিমা বেগম সামান্য আহত হন।সুত্রে জানা যায়,মঙ্গলবার সন্ধ্যায় বাচ্চু তার বাসায় রান্নার গ্যাস শেষ হওয়াতে দপদপিয়া ব্রিজ সংলগ্ন মোকছেদ ট্রেডার্স নামে একটি দোকান থেকে এল. পি. জি বসুন্ধারা গ্যাস ক্রয় করে।পরে সন্ধ্যায়ই রান্নার জন্য গ্যাস সংযোগ দিতে গেলে সাথে সাথে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।এ ঘটনায় তাৎক্ষনিক ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল কর্মি ও স্থানিয়রা এসে অবস্থা নিয়ন্ত্রনে আনেন।সাংবাদিক শাহ আলম বাচ্চু বর্তমানে বরিশালের স্থানীয় দৈনিক প্রথম সকাল পত্রিকায় রিপোর্টার পদে কর্মরত আছেন।