Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ 
Friday April 4, 2025 , 10:51 pm
Print this E-mail this

ভুক্তভোগী অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে-ওসি, এয়ারপোর্ট থানা

বরিশালে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা (দক্ষিণ) কৃষকদলের আহবায়ক এইচএম মহসিন আলমের নেতৃত্বে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (এপ্রিল ৩) রাত ৯টার দিকে নগরীর কাশিপুর শের-ই বাংলা আঞ্চলিক সমবায় একাডেমির পিছনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম মাসুদ রানা। তিনি জাতীয় দৈনিক নিউ ন্যাশন ও দৈনিক প্রতিদিনের সংবাদের বরিশাল প্রতিনিধি এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্য। এদিকে সাংবাদিকের বাড়িতে হামলার খবরে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। কিছুক্ষণ পর সাংবাদিকদের সামনেই আবারো ২০/৩০টি মোটরসাইকেল নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি (বিএনপি নেতার জামাতা) ইফাত মোল্লার নেতৃত্বে সন্ত্রাসীরা মহড়া দেয়। এ সময় তারা নানান বাক্যে হুমকি ধামকি দিয়ে চলে যায়। ভুক্তভোগী সাংবাদিক মাসুদ রানা বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাত ৯ টার দিকে কৃষকদলের নেতা মহসিনের নেতৃত্বে তার জামাই নিষিদ্ধ ছাত্রলীগের ২৯ নং ওয়ার্ডের সভাপতি ইফাত মোল্লাসহ প্রায় ৫০-৬০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। বিভিন্ন অজুহাতে তারা দীর্ঘদিন যাবত ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে। হামলার সময় পুরুষ সদস্যরা বাসায় না থাকায় তারা প্রাণে বেঁচে যায় বলেও তিনি জানান। হামলাকারীদের বাধা দিলে সাংবাদিক মাসুদ রানার মা আহত হন, এতে সাংবাদিক মাসুদ রানার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে প্রতিপক্ষরা এখনও সাংবাদিক মাসুদ রানার পরিবারের লোকজনদের হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। অভিযুক্ত কৃষক দলের নেতা এইচএম মহসিন আলম সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনা অস্বীকার করে বলেন আমি গতকাল বরিশালেই ছিলাম না। এয়ারপোর্ট থানায় অফিসার্স ইনচার্জ (ওসি) জাকির শিকদার বলেন, আমি খবর পেয়ে সাথে সাথে ফোর্স পাঠিয়েছি। আমরা রাতে পুলিশ পাঠিয়ে নিরাপত্তার ব্যবস্থা করছি। ভুক্তভোগী অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ সাংবাদিক নেতৃবৃন্দ।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা