|
| | | |
সাঁতার প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ধোধন করেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল
‘সাতার জানি নিরাপদ থাকি’-এই শ্লোগানে বরিশালে সাঁতার প্রশিক্ষণ শুরু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘সাতার জানি নিরাপদ থাকি’-এই শ্লোগানে বরিশাল নগরীতে চার থেকে ১২ বছর বয়সের শিশুদের সাঁতার শেখা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে নগরীর ব্যাপ্টিষ্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে মেয়েদের ও ডিসি লেকে ছেলেদের সাতার প্রশিক্ষনের উদ্বোধণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান, ইউনিসেফ বরিশালের বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ, ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী সুর্য্যানী সমাদ্দার উপস্থিত ছিলেন। সেইভ দি কোস্ট্যাল পিপল-স্কোপের সহযোগিতায় বিসিসি-ইউনিসেফ’র সহযোগিতায় প্রতি সপ্তাহে পাঁচদিন ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে মেয়েদের দুইটি ও ডিসি লেকে ছেলেদের দুইটি ব্যাচে এ সাতার প্রশিক্ষণ দেয়া হবে। আগামী ছয় মাসে প্রায় ১৮শ প্রশিক্ষণার্থী শিশুকে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছে আয়োজকরা।
Post Views:
১,৪৫০
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|