Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ১৬, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সহশিক্ষা কার্যক্রমে মনোযোগ দিতে ববি ভিসির আহ্বান 
Tuesday November 7, 2017 , 7:48 pm
Print this E-mail this

মাটি হচ্ছে মা, তাই একে অবহেলা ও অযত্নে রাখা যাবে না – উপাচার্য ড. এস এম ইমামুল হক

বরিশালে সহশিক্ষা কার্যক্রমে মনোযোগ দিতে ববি ভিসির আহ্বান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পড়াশোনার পাশাপাশি সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠতে সহশিক্ষামূলক কার্যক্রমে নিজেকে আরও বেশি আত্মনিয়োগ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হক।সোমবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ ক্লাবের (বিউএসইসি) ওয়েবসাইট উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মো. হাসিনুর রহমান।অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য ইমামুল হক বলেন,মাটি হচ্ছে মা।তাই একে অবহেলা ও অযত্নে রাখা যাবে না। আর মৃত্তিকা ও পরিবেশ একে অপরের পরিপূরক।কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে মৃত্তিকার উন্নয়নের কোনো বিকল্প নেই।‘পড়াশোনার পাশাপাশি নিজেদের আত্ম-উন্নয়নে সহশিক্ষামূলক কাজেও নিয়োজিত থাকতে হবে।যাতে ভবিষ্যতের জন্য যোগ্য ও সত্যিকারের মানুষ হওয়া যায়।এক্ষেত্রে মৃত্তিকা এবং পরিবেশ ক্লাবের ওয়েবসাইটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের কথা উল্লেখ করে তিনি বলেন,মৃত্তিকাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের জন্য ভূমিকা রেখেছেন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল।তারই উদ্যোগে ৫ ডিসেম্বরকে বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ।আলোচনা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় মৃত্তিকা ও পরিবেশ ক্লাবের (বিউএসইসি) ওয়েবসাইটের (www.barisalunivses.com) উদ্বোধন করেন,উপাচার্য ড. এস এম ইমামুল হক।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান,কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল,মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক আনজুমান আরা রজনী,ইশরাত জাহান সঞ্চারী,সাইয়েদা সাবরীনা আলী,অর্থ ও হিসাব শাখার পরিচালক মো: আশরাফ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।




Archives
Image
ফেব্রুয়ারিতে নির্বাচন ঐকমত্য কমিশনের সনদেরই অংশ : প্রধান উপদেষ্টা
Image
মারা গেছেন তিন গোয়েন্দাখ্যাত লেখক রকিব হাসান
Image
বরগুনায় ভাবির পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা, যুবক গ্রেফতার
Image
রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ড : নিহত ১৬ জনের মধ্যে ৭ জন নারী, ৯ জন পুরুষ
Image
বরিশালে সন্দেহভাজন ভারতীয় নারী আটক