মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘ভ্যাট দিচ্ছে জনগণ দেশের হচ্ছে উন্নয়ন’-এই স্লোগানে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে তিনটি ক্যাটাগরিতে বিভাগের সর্বোচ্চ ১৫ ভ্যাট প্রদানকারীকে সম্মাননা দেয়া হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার আয়োজনে বুধবার (১২ ডিসেম্বর) বরিশাল নগরের হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার মো. মোস্তবা আলীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন। সরকারি বরিশাল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এটিএম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন পাইক, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশেদুল আলমসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী সবাইকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।