|
দোষী যারা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে – এসি শাহনাজ পারভিন, বরিশাল কোতয়ালী থানা
সন্ত্রাসী হামলায় সাংবরিশালে বাদিক এস.এম রফিক রক্তাক্ত, আটক ৩
নিজস্ব প্রতিবেদক : বরিশালের পাঠক প্রিয় দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক এস.এম রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ২টা) অপারেশন থিয়েটারে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন সে। এ ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শহরের বটতলা বাজার এলাকায়। ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, সাংবাদিক এস.এম রফিকুল ইসলাম তার ছোট ভাই এস.এম মুশফিকুল ইসলামকে সাথে নিয়ে গতকাল রাত ১০টার দিকে বটতলা বাজারের রনির দোকানে ফল ক্রয় করতে যান। ওই সময় ফল দোকানি রনির কাছ থেকে ৫’শ টাকা দিয়ে ২টি তরমুজ ক্রয় করেন তারা। টাকা পরিশোধের পর ফল দোকানি রনিকে তরমুজ কেটে দেখাতে বললে রনি একটি তরমুজ কাটেন। তরমুজ কাটার পর দেখা যায়, তরমুজটির মধ্যে পচা। এসময় কাটা তরমুজটি পাল্টিয়ে দিতে অনুরোধ করা হলে ফল দোকানী রনি ও তার পিতা নান্টু বলেন, এত রাতে যে তরমুজ কাটাইছেন সেটাই এখন নিতে হবে। এসময় এস.এম রফিকের ছোট ভাই মুশফিকুল ইসলামের সাথে ফল দোকানী রনির মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির সৃস্টি হয়। এক পর্যায়ে আমাদের বরিশাল’র সম্পাদক এস.এম রফিকুল ইসলাম তাদের দু’জনকে শান্ত করতে চেষ্টাকালে ফল দোকানী রনির নেতৃত্বে রাজিব, সফিক, মাছুদ, নান্টু, রনি-২, রায়হানসহ ১৫/২০জন সন্ত্রাসী একত্রিত হয়ে সাংবাদিক এস.এম রফিকুল ইসলাম ও তার ভাইয়ের উপর হামলা চালায়। একপর্যায়ে এস.এম রফিকুল ইসলামকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয় রনি। এতে তিনি গুরুত্বর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি তাৎক্ষনিক কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার শাহনাজ পারভিন ও উপ-পুলিশ কমিশনার দক্ষিন গোলাম রউফ খানকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা থানা হেফাজতে রয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আঘাতে এস.এম রফিকুল ইসলামের মাথায় ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন। মাথায় সেলাই চলছে। যে কোন সময়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে প্রেরণ করা হতে পারে। এদিকে এস.এম রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার খবর শুনে হাসপাতালে ছুটে যান বরিশালের সাংবাদিক সমাজ। তারা এস.এম রফিকের উপর হামলাকারী জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন। এব্যাপারে বরিশাল কোতয়ালী থানার এসি শাহনাজ পারভিন বলেন, দোষী যারা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে । এসময় তিনি আরো বলেন, আমি বিষয়টি ফোনের জানার পর দ্রুত পদক্ষেপ নিয়েছি এবং এ ঘটনায় আটকও আছে। উক্ত ঘটনায় বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি মো: হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শামিম ও বরিশাল মুক্তখবর (অনলাইন) পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সুব্রত বিশ্বাস দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোড় দাবি জানান। একইসাথে প্রতিবাদ জানিয়েছে নিউজ এডিটরস কাউন্সিল বরিশাল ও বরিশাল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ।
Post Views:
৯৩৪
|
|