Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৫:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সনাকের সাথে গণমাধ্যমকর্মীদের দুুর্নীতি বিরোধী মতবিনিময় সভা 
Saturday August 18, 2018 , 7:21 pm
Print this E-mail this

আর্যলক্ষী ভবনের কির্তনখোলা মিলনায়তন হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়

বরিশালে সনাকের সাথে গণমাধ্যমকর্মীদের দুুর্নীতি বিরোধী মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক : দুুর্নীতির বিরুদ্ধে এক সাথে এশ্লোগান নিয়ে বরিশালে দুুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে গণমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ই আগস্ট) সকাল ১১টায় আর্যলক্ষী ভবনের কির্তনখোলা মিলনায়তন হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর বরিশাল কমিটির আয়োজনে ও বরিশাল সনাকের সভাপতি অধ্যক্ষ জাহিদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংবাদকর্মী থেকে শুরু করে সরকারী হাসপাতাল ও বিভিন্ন সংস্থার বিরুদ্ধে দুুর্নীতি বিষয়ের উপর উন্মুক্ত আলোচনায় এসব কথা উঠে আসে কয়েকজন গণমাধ্যম কর্মীদের মুখ থেকে। গণমাধ্যম কর্মীদের অভিযোগের বক্তব্যতে এসব কথা উঠে আসলে তার জবাব দেন, সনাকের সাবেক সভাপতি ও বর্তমান সনাক সদস্য এ্যাড. মানবেন্দ্র ব্যাটবল, তিনি এসময় বলেন, সনাক ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দুুর্নীতি বিষয় নিয়ে গবেষণা করেছে। সনাকের গবেষণা তথ্য রির্পোটের কারণে আজ বরিশাল পাসপোর্ট অফিসের দালালদের দৌরাত্ব অনেকটা কমে এসেছে। পাসপোর্ট অফিসের সম্পূর্ণ দালাল মুক্ত হয়েছে সেকথা সনাক বলে না। তবে আগের চেয়ে পরিবেশ অনেক ভাল হয়েছে। এছাড়া সনাক কয়েকটি সরকারী স্কুল এবং ইউনিয়ন পরিষদ নিয়েও কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, এক্ষেত্রে দুুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে সকল প্রর্যায়ের মানুষের মাঝে সচেতনতার সৃষ্টির মাধ্যমে এগিয়ে যেতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন, সনাক সহ-সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সদস্য শুভংকর চক্রবর্তী, রফিকুল আলম। এছাড়া উন্মুক্ত আলোচনা সভায় গণমাধ্যম কর্মীদের ভিতর বক্তব্য রাখেন, বেলায়েত হোসেন বাবলু, শাহিনা আজমিন, অাজিম হোসেন সুহাদ ও শাহজাদা হিরা প্রমুখ।

 




Archives
Image
দাড়ি-গোঁফ চেঁছে ভারতে পালাচ্ছিলেন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু
Image
বন্ধুর প্রতারণায় নিঃস্ব প্রবাসী, বাউফলের বশিরের বিরুদ্ধে অর্থ আত্নসাতে মামলা!
Image
ভারতে ‘পথ ভুলে’ ট্রেন নেমে গেলো মাঠে, কটাক্ষের শিকার মন্ত্রী
Image
ফেসবুক পোস্টের জেরে ভারতে থাকা বাংলাদেশির ভিসা বাতিল
Image
সোমবার ঢাকায় আসছে জাতিসংঘের তদন্তদল