|
আর্যলক্ষী ভবনের কির্তনখোলা মিলনায়তন হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়
বরিশালে সনাকের সাথে গণমাধ্যমকর্মীদের দুুর্নীতি বিরোধী মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক : দুুর্নীতির বিরুদ্ধে এক সাথে এশ্লোগান নিয়ে বরিশালে দুুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে গণমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ই আগস্ট) সকাল ১১টায় আর্যলক্ষী ভবনের কির্তনখোলা মিলনায়তন হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর বরিশাল কমিটির আয়োজনে ও বরিশাল সনাকের সভাপতি অধ্যক্ষ জাহিদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংবাদকর্মী থেকে শুরু করে সরকারী হাসপাতাল ও বিভিন্ন সংস্থার বিরুদ্ধে দুুর্নীতি বিষয়ের উপর উন্মুক্ত আলোচনায় এসব কথা উঠে আসে কয়েকজন গণমাধ্যম কর্মীদের মুখ থেকে। গণমাধ্যম কর্মীদের অভিযোগের বক্তব্যতে এসব কথা উঠে আসলে তার জবাব দেন, সনাকের সাবেক সভাপতি ও বর্তমান সনাক সদস্য এ্যাড. মানবেন্দ্র ব্যাটবল, তিনি এসময় বলেন, সনাক ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দুুর্নীতি বিষয় নিয়ে গবেষণা করেছে। সনাকের গবেষণা তথ্য রির্পোটের কারণে আজ বরিশাল পাসপোর্ট অফিসের দালালদের দৌরাত্ব অনেকটা কমে এসেছে। পাসপোর্ট অফিসের সম্পূর্ণ দালাল মুক্ত হয়েছে সেকথা সনাক বলে না। তবে আগের চেয়ে পরিবেশ অনেক ভাল হয়েছে। এছাড়া সনাক কয়েকটি সরকারী স্কুল এবং ইউনিয়ন পরিষদ নিয়েও কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, এক্ষেত্রে দুুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে সকল প্রর্যায়ের মানুষের মাঝে সচেতনতার সৃষ্টির মাধ্যমে এগিয়ে যেতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন, সনাক সহ-সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সদস্য শুভংকর চক্রবর্তী, রফিকুল আলম। এছাড়া উন্মুক্ত আলোচনা সভায় গণমাধ্যম কর্মীদের ভিতর বক্তব্য রাখেন, বেলায়েত হোসেন বাবলু, শাহিনা আজমিন, অাজিম হোসেন সুহাদ ও শাহজাদা হিরা প্রমুখ।
Post Views:
১,২৩০
|
|