ডাঃ দাস রনবীর রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন
বরিশালে সততার পুরস্কার পেলেন ডাঃ দাস রনবীর
শামীম আহমেদ : নিজ উপজেলা জেলার গৌরনদী সহ আশপাশের উপজেলার রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে স্বাস্থ্য বিভাগের সুনাম রক্ষাকারী চিকিৎসক ডাঃ দাস রনবীর কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। গত ২৯ আগষ্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ এ.বি.এম মুজহারুল ইসলাম স্বাক্ষরিত আদেশে জনস্বার্থে ডাঃ দাস রনবীরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী বিভাগ থেকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করে বদলী করা হয়। উল্লেখ্য ডাঃ দাস রনবীরের পিতাও অত্র অঞ্চলের এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র রোগিদের চিকিৎসা সেবা প্রদান করতেন। পিতার সুনাম রক্ষার জন্য ডাঃ দাস রনবীর রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।