প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
Saturday April 7, 2018 , 7:58 pm
সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ
বরিশালে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চলো সবাই সঞ্চয় করি, ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়তা করি – এবারের এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে সঞ্চয় সপ্তাহ ২০১৮ উপলক্ষে শুভ উদ্বোধন ও মনোজ্ঞ র্যালি আয়োজন করে জেলা সঞ্চয় অফিস বরিশাল ব্যুরো। আজ (০৭-০৪-১৮) সকাল সাড়ে নয়টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে এক মনোজ্ঞ র্যালি বেড় করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ প্রাঙ্গনে গিয়ে শেষ করে। পরে সার্কিট হাউজ মিলনায়তন সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বরিশাল উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মোখলেচুর রহমান। এছাড়া বিভিন্ন সঞ্চয় বরিশাল ব্যুরো কর্মকর্তারা আলোচনা সভায় অংশ গ্রহন করেন। এর পর্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ফিতা কেটে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ।