Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৪, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সংবাদকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 
Wednesday August 8, 2018 , 5:49 pm
Print this E-mail this

দেশব্যাপি সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে

বরিশালে সংবাদকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপি সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল কমিটির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংবাদ কর্মীরা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে পেশাগত সাংবাদিকদের উপর হেলমেট বাহিনী কর্তৃক হামলাকারীদের গ্রেফতার করা না হলে আমরা ধরে নেব এ হামলা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছত্রছায়ায় হয়েছে। বক্তরা আরো বলেন, সরকার আজ অবৈধভাবে পূণরায় টিকে থাকার জন্য কৌশলে স্বাধীনভাবে মত প্রকাশ করা সংবাদ কর্মীদের দমন নিপিড়ন চালিয়ে সংবাদকর্মী সমাজকে দমন করতে চাইছে। তাই সাংবাদিকদের উপর যেসব হেলমেট বাহিনী হামলা চালিয়ে তাদেরকে আহত করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে এই সন্ত্রাসী হেলমেট বাহিনী আপনাকে ক্ষমতায় চিরস্থায়ী করে রাখতে পারবে না। বুধবার (৮ই আগস্ট) বেলা ১২টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালিত হয়েছে। বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল কমিটির সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস, সহ-সভাপতি বিধান সরকার, বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব যুগ্ন সম্পাদক এম.আর প্রিন্স, ডিবিসি চ্যানেল বরিশাল প্রতিনিধি অপূর্ব অপু, রিপোর্টার্স ইউনিটি সদস্য শামীম আহসান, বরিশাল কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি এ.কে আজাদ, বরিশাল জেলা বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী প্রমুখ। বক্তরা মানববন্ধন সমাবেশে আরো বলেন, সরকার দলের সাধারন সম্পাদক সেতু ও সড়ক মন্ত্রী সাংবাদিকদের উপর হামলাকারীদের চিহ্নিত করে দেয়ার কথা বলেন তার পরে হামলাকারীদের বিচার করা হবে। সাংবাদিকরা এসময় বলেন, হামলাকারীদের চিহ্নিত করে দেবে সাংবাদিক আর সাধারণ মানুষ তাহলে সরকারী সংস্থার সদস্যরা করে কি? পেশাগত দায়ীত্ব পালনকারী সাংবাদিকদের উপর যেসব হেলমেট বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানান। নিউজ এডিটরস্ কাউন্সিলরের আহবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব, বরিশাল ফটো সাংবাদিক ফোরাম, বাবুগঞ্জ প্রেস ক্লাব সহ বরিশালে কর্মরত বেসরকারী ইলেক্টনিক্স মিডিয়া,জাতীয় ও স্থানীয় মিডিয়ার সংবাদকর্মী সদস্যরা অংশগ্রহণ করেন।




Archives
Image
৪ দফা দাবিতে বরিশাল শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
Image
তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ
Image
বরিশালে অবৈধভাবে বালু ভরাটের প্রতিবাদ সংখ্যালঘু যুবককে মারধরের অভিযোগ
Image
সাবেক এমপি বাহার ও তার মেয়ের ব্যাংক হিসাব জব্দ
Image
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আরও ৬ দিনের রিমান্ডে