৩সহপাঠি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, এলাকায় শোকের ছায়া, স্কুল ছুটি ঘোষণা
বরিশালে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মৈত্রী রায়’র আকস্মিক মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রাইভেট পড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে শিক্ষকের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মৈত্রী রায়। মৃত্যুর খবর শুনে মৈত্রীর তিন সহপাঠি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্কুলসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসলে স্কুল ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুনীল কুমার বাড়ৈ জানান, একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল রায়ের কন্যা ষষ্ট শ্রেণীর ছাত্রী মৈত্রী রায় অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার সকালে সহপাঠিদের সাথে প্রাইভেট পড়ছিলো। হঠাৎ করে মৈত্রী অসুস্থ্ হয়ে পড়লে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানভীর আহম্মেদ তাকে মৃতবলে ঘোষণা করেন। মৈত্রীর পরিবারের বরাত দিয়ে প্রধানশিক্ষক আরও জানান, মৈত্রী জন্মগতভাবে হার্টের সমস্যায় ভুগছিল। দেশে ও ভারতে সে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করেছে। এদিকে মৈত্রীর মৃত্যুর খবর শুনে একত্রে প্রাইভেট পড়া শিক্ষার্থী একই গ্রামের হিরা আক্তার, নীলা আক্তার ও নিশি আক্তার অজ্ঞান হয়ে পড়লে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।