Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৪, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শোক শ্রদ্ধায় জাতীর জনক বঙ্গবন্ধুকে স্মরণ 
Wednesday August 15, 2018 , 5:58 pm
Print this E-mail this

নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু’র ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস

বরিশালে শোক শ্রদ্ধায় জাতীর জনক বঙ্গবন্ধুকে স্মরণ


নিজস্ব প্রতিবেদক : বরিশালে জাতীর জনক বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্ট কাল রাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত শহীদদের স্মরণে পূম্পার্ঘ অর্পন, শোকর‌্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। বুধবার ১৫ আগস্ট সকাল সাড়ে ৭ টায় নগরের বান্দরোডের বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ডের নেতারা, বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোশারফ হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বিভিন্ন দফতরের ঊধ্বর্তন কর্মকর্তারা। সকাল ৮টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত সহ ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের শিকার হওয়া ব্যক্তিদের প্রতিকৃতিতে মঞ্চে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। বুধবার (১৫ আগস্ট) শোকাবহ এ দিনে ভোর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধাঞ্জলিতে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎবার্ষিকী পালন করা হচ্ছে। নগরের মসজিদ, মাদ্রাসায় মিলাদ মাহফিল ও মোনাজাত এবং সুবিধামত সময়ে অন্যান্য মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার অয়োজন করা হয়েছে। অন্য দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল নগরের বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করছে আ’লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন। পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে। সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, স্কুল-কলেজ ও বিভিন্ন সরকারী-বেসকারী প্রতিষ্টানে এবং রাস্তার মোড়ে মোড়ে চলছে জাতির জনকের ভাষণ, আর দেশাত্মবোধক গান। ভোজের আয়োজন প্রতিটি এলাকায়। আয়োজকরা জানান, শোক দিবস উপলক্ষে দুঃস্থদের জন্য এ আয়োজন করা হয়েছে খাবার। সকাল থেকে খাবার বিতরণ করা হচ্ছে সব খানে। বরিশাল জেলার বিভিন্ন উপজেলায়ও একই কর্মসূচি পালিত হচ্ছে। নগরীতে বেড় হয়েছে বেশ কয়েকটি শোক র‌্যালি। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিদায়ী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মোশারফ হোসেন, বরিশাল রেঞ্জ ডি.আই.জি মোঃ শফিকুল ইসলাম (পিপিএম বিপিএম বার),মুক্তিযুদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতিক) অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম তাূকদার। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠনের অয়োজনে চলছে রক্ত দান কর্মসূচি। অন্যদিকে, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। সহ-সভাপতি মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেয় বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বরিশালের সিনিয়র সাংবাদিক এ্যাড. মানবেন্দ্র ব্যাটবল, বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন। অপর দিকে নগরীর রায়পাশা-কড়াপুর এলাকায় মহানগর আওয়ামীলীগের আয়োজনে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক, দানশীল ব্যাক্তি আরেফিন মোল্লা নিজ অর্থায়নে নিজ বাড়ির আঙ্গিনায় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় দোয়া-মোনাজাত ও আলোচনা সভা। আলোচনা সভা শেষে প্রায় নয় হাজার মানুষের মাঝে খাবার বিতরন করেন। এছাড়া সন্ধ্যায় অশ্বিনী কুমাার হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।




Archives
Image
৪ দফা দাবিতে বরিশাল শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
Image
তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ
Image
বরিশালে অবৈধভাবে বালু ভরাটের প্রতিবাদ সংখ্যালঘু যুবককে মারধরের অভিযোগ
Image
সাবেক এমপি বাহার ও তার মেয়ের ব্যাংক হিসাব জব্দ
Image
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আরও ৬ দিনের রিমান্ডে