এতবড় কাঙ্গালী ভোজের আয়োজন এটাই প্রথম বলে এলাকাবাসী ও দোয়া-মোনাজাতে অংশ নেয়া বিভিন্ন মুসল্লীরা জানান
বরিশালে শোক দিবসে তবারক বিতরণ করলেন আরেফিন মোল্লা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ তার পুরো পরিবার ও দক্ষিন বাংলার কৃষক কুলের নয়ন মনি শহীদ আঃ রব সেরনিয়াবাত এর পরিবারের সদস্যদের ঘাতকদের বুলেটের আঘাতে নির্মমভাবে নিহত হওয়া সদস্যদের স্মরণে আজকের শোকের এই দিনকে স্মরণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করে বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজেেসবক আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী আরেফিন মোল্লা। মহানগর আওয়ামীলীগের উদ্যেগে বুধবার (১৫ই আগস্ট) দিনব্যাপি সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মোল্লা বাড়িতে এই শোক দিবসের অনুষ্ঠান পালিত হয়। সকাল থেকে উক্ত বাড়িতে বঙ্গবন্ধু ও তাঁর আত্বীয়দের রুহের মাগফেরাত কামনা করে কোরানখানী দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। জোহরবাদ মিলাদ শেষে সুশৃঙ্খলভাবে আরেফিন মোল্লা নিজ হাতে মিলাদের তবারক বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে শতাধিক নিজস্ব স্বেচ্ছাসেবক কর্মীদের সহায়তায় কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রায় একে এক নয় হাজার মানুষের মাঝে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। এসময় এলাকার অনুষ্ঠানের পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য এয়ারপোর্ট থানার একদল পুলিশ সদস্য সেখানে অবস্থান করে। শোকের মাসকে স্মরণ করে এতবড় কাঙ্গালী ভোজের আয়োজন এটাই প্রথম বলে এলাকাবাসী ও দোয়া-মোনাজাতে অংশ নেয়া বিভিন্ন মুসল্লীরা জানান। এসময় আরেফিন মোল্লা বলেন, এখনো জাতির পিতার হত্যাকারীরা যেসব দেশে অবস্থান করছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের বিচার কাজ সম্পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।