প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে শেবাচিমের উপ-সেবা তত্ত্বাবধায়ক সেলিনা’র বিরুদ্ধে তদন্ত শুরু
Thursday March 1, 2018 , 9:09 pm
তার আয়ের উৎস্য তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে
বরিশালে শেবাচিমের উপ-সেবা তত্ত্বাবধায়ক সেলিনা’র বিরুদ্ধে তদন্ত শুরু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেই নার্সিং সুপারভাইজার ও ভারপ্রাপ্ত উপ-সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তারের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। পত্রিকায় তার আলিশান বাড়ী এবং আয়ের উৎস নিয়ে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এরই মধ্যে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। আগামী ৫ মার্চ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে গঠিত ৩ সদস্য বিশিষ্ট দল বরিশালে সেলিনা আক্তারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবেন। গত ২২ ফেব্রুয়ারী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষন) ও তদন্ত কমিটির সভাপতি নাজমা পারভীন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। যার অনুলিপি শেবাচিম হাসপাতালের পরিচালক, অভিযুক্ত ভারপ্রাপ্ত উপ-সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার ও বরিশাল সদর থানা সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। গত ২২ ফেব্রুয়ারী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইডে ডিজিএনএম/শা-১/বিবিধ অভিযোগ-০৪/২০১৭ ও ডিজিএনএম/শা-২/১ক-২৩২/৮৯/৬৪/১(১৪) নং স্মারকে দেয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার (ভারপ্রাপ্ত উপ-সেবা তত্ত্বাবধায়ক) সেলিনা আক্তার এর বিরুদ্ধে নগরীতে আলিশান বাড়ী নির্মান করা এবং তার আয়ের উৎস বিষয়ে রহস্যের সৃষ্টি হয়। সরেজমিনে তদন্তের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১৩ ফেব্রুয়ারী গঠিত কমিটির তদন্ত কার্যক্রম আগামী ৫ মার্চ সোমবার সকাল ১০টায় সরেজমিনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে। উক্ত কার্যক্রমে তদন্ত কমিটির সকল সদস্যগণকে নির্ধারিত স্থানে সঠিক সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তির অপর অংশে একই দিন নির্ধারিত স্থানে এবং নির্ধারিত সময়ে তদন্ত কার্যক্রমে হাজির থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তন্দ্রা শিকদার ডিজিএনএম/শা-২/১ক-২৩২/৮৯/৫০/১(১২) নং স্মারকে শেবাচিমের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার এর বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) নাজমা পারভীনকে সভাপতি, অধিদপ্তরের নার্সিং কর্মকর্তা শাহিনুর খানমকে সদস্য সচিব ও ফরিদা ইয়াসমিনকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে দেয়া আদেশে বলা হয়েছে, শেবাচিম হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার এর বিরুদ্ধে নগরীর আলিশান বাড়ী নির্মান করা এবং তার আয়ের উৎস এর বিষয়ে রহস্যের সৃষ্টি হয়েছে মর্মে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ফলে অভিযোগটি সরেজমিনে তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হলো। সেই সঙ্গে তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে মতামতসহ প্রতিবেদন মহাপরিচালক এর বরাবরে দাখিলের জন্য নির্দেশ দেয়া রয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ১৭ জানুয়ারী বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সেলিনা আক্তার এর বিরুদ্ধে নগরীর কাউনিয়ায় তার বিলাশবহুল বাড়ীসহ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সেলিনা আক্তারে বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধারা হয়। সংবাদ প্রকাশের পর পরই বিষয়টি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে সেলিনা আক্তারের বিরুদ্ধে অভিযোগ এবং তার আয়ের উৎস্য তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।