অনুষ্ঠানে দুই’শ ইন্টানী চিকিৎসকদের শপথ বাক্যপাঠসহ তাদের সংবর্ধনা দেয়া হয়
বরিশালে শেবাচিমের ইর্ন্টানী চিকিৎসকদের সংর্বধনা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দুই শতাধিক ইন্টানী চিকিৎসকদের সংবর্ধনা দিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। বুধবার বেলা ১২ টায় মেডিকেল কলেজের ১ নং লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মু. কামরুল হাসান সেলিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ইসতিয়াক হোসেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কাদির, উপাধ্যক্ষ ডা. সৈয়দ মাকসুমুল হক, বিএমএ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান শাহিন, শেবামেক শিক্ষক সমিতির সভাপতি ডা. এস এম সারওয়ার, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ইউনুস আলী ও ডা. এইচ এম সাইফুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক ডা. মো. তৈয়বুর রহমানসহ সিনিয়র চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠানে দুই’শ ইন্টানী চিকিৎসকদের শপথ বাক্যপাঠসহ তাদের সংবর্ধনা দেয়া হয়।