|
পুরনো মৃৎপাত্র প্রদর্শনীসহ বর্ণিল আয়োজনে মুখরিত হয় টাউন হল
বরিশালে শুরু হয়েছে মৃৎশিল্পি সম্মেলন, সম্মাননা প্রদান ও প্রদর্শনী
স্টাফ রিপোর্টার : বরিশালে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ২দিন ব্যাপী ৯ম দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পি সম্মেলন,সম্মাননা প্রদান ও প্রদর্শনী।নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠানটির উদ্বোধন করেন,বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু.জিয়াউল হক।অনুষ্ঠানটির প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহীদুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস.এম.রুহুল আমিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (অরঃ) ইমদাদুল হক,শিল্পত্যোক্তা বিজয় কৃষ্ণ দে,ইউনিসেফ বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ,রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় মহা ব্যবস্থাপক একেএম শামসুদ্দিন,বাংলাদেশ কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় মহা ব্যবস্থাপক রহিনী কুমার পাল,বিসিক এর উপ মহা ব্যবস্থাপক অসীম কুমার ঘোষ,চিত্র শিল্পি ও গবেষক ড.কাজী মোজাম্মেল হোসেন প্রমুখ।সন্ধ্যা ৬ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,বরিশাল বিভাগীয় জাদুঘরের সৌজন্যে শত বছরের পুরনো মৃৎপাত্র প্রদর্শনীসহ বর্ণিল আয়োজনে মুখরিত হয় টাউন হল।
Post Views:
৯০
|
|