মেলার উদ্বোধনের সময় নির্ধারন হয়নি, তবে এ মাসের মধ্যেই মেলার উদ্বোধনের চেষ্টা করছি – নিরব হোসেন টুটুল
বরিশালে শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ’র মেরিন ওয়ার্কশপ মাঠে শুরু হতে যাচ্ছে ১৫ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধনের দিনক্ষন এখনো ঠিক না শেষ প্রস্তুতি চলছে মেলার মাঠে। এর মধ্যে নির্মান শেষ হয়েছে স্টল। শেষের পথে গেট নির্মান কাজও। চলতি মাস অর্থাৎ আগামী ৩০ মার্চের মধ্যেই মেলার উদ্বোধন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন মেলার আয়োজক দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মানিক। তিনি বলেন, অনেক আগেই আমরা মাস ব্যাপী ১৫ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার অনুমতি পেয়েছি। কিন্তু মাঝখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বরিশাল সফর করেছেন। এর পাশাপাশি আরো অনেক সমস্যার কারনে সঠিক সময়ে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। তবে সকলের সহযোগিতা নিয়ে বান্দ রোডস্থ মেরিন ওয়ার্কশপ মাঠে বাণিজ্য মেলা-২০১৮ এর কার্যক্রম শুরু হয়েছে। অবশ্য মেলার উদ্বোধনের দিনক্ষন এখনো চুড়ান্ত হয়নি বলে জানিয়েছেন চেম্বার অব কমার্সের ওই নেতা। সরেজমিনে দেখা গেছে, মেরিন ওয়ার্কশপ মাঠে ১৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন চললেও এবারে মেলায় স্থান সংকট রয়েছে। কেননা মাঠের পূর্ব পাশের বিশাল অংশ জুড়ে পর্যটন মোটেল নির্মানের জন্য প্রস্তুতি চলছে। যে কারনে ওই স্থান ব্যতিত বাণিজ্য মেলার আয়োজন করতে হচ্ছে। তবে স্থান সল্পতার কারনে স্টলের সংখ্যাও কমছে। গত বছর স্টলের সংখ্যা শতাধিক থাকলেও এবারে তা কমে ৮৬টি করা হয়েছে। এরই মধ্যে স্টলগুলোর নির্মান কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন মেলার মাঠে দেখভালের দায়িত্বে থাকা আসলাম হোসেন। তিনি বলেন, এবারের বাণিজ্য মেলায় স্টলের পাশাপাশি বিনোদনমুলক অনুষ্ঠানের ব্যবস্থাও থাকবে। বিশেষ করে ঐতিহ্যবাহী সার্কাস এবং শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা সহ বিভিন্ন রাইডস এর ব্যবস্থা থাকবে। চলতি মাসেই মেলার উদ্বোধনের জন্য দুটি গেট নির্মান কাজ তড়িঘরি করে সম্পন্ন করা হচ্ছে। স্টলের সামনে ইট বিছানো হচ্ছে। যাতে মেলায় আসা দর্শনার্থী ও দূর দূরন্ত থেকে আসা ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে না হয়। তিনি বলেন, মেলার উদ্বোধনের বিষয়ে শুক্রবার রাতে বৈঠক হওয়ার কথা ছিলো। ঐ বৈঠকের মাধ্যমে মেলার উদ্বোধনের জন্য দিনক্ষন নির্ধারন করা হবে। তবে উদ্বোধনের সম্ভব্য তারিখ আগামী ৩০ মার্চ হতে পারে বলেও জানান তিনি। এদিকে মেলা পরিচালনার দায়িত্ব পাওয়া বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, মেলার উদ্বোধনের সময় নির্ধারন হয়নি। তবে এ মাসের মধ্যেই মেলার উদ্বোধনের চেষ্টা করছি। মেলা চালাবে চট্টগ্রামের পার্টি। তারা সময় দিলে সে অনুযায়ী উদ্বোধনের দিন নির্ধারন করা হবে বলে জানিয়েছেন তিনি।