প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে শীতে পোল্ট্রি শিল্পে ধস, এক ফার্মেই প্রায় ৫শতাধিক মুরগীর মৃত্যু
Monday January 15, 2018 , 4:54 pm
এর পাশাপাশি ফসলেও ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা
বরিশালে শীতে পোল্ট্রি শিল্পে ধস, এক ফার্মেই প্রায় ৫শতাধিক মুরগীর মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কয়েকদিনের কনকনে শীত আর শৈত্য প্রবাহের কারনে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে পোল্টি শিল্পে ধস নামিয়ে এনেছে। কনকনে শীতে মৃত্যু হচ্ছে পোল্টি মুরগীর। এমনি একটি ঘটনা ঘটেছে আগৈলঝাড়া উপজেলার রাহুতপাড়া গ্রামের বাহাউদ্দিন মোল্লার পোল্ট্রি ফার্মে। ওই ফার্মের ৫শতাধিক মুরগী মারা গেছে। পোল্ট্রি ফার্ম মালিক বাহাউদ্দিন মোল্লা জানান, দীর্ঘদিন ধরে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎ সংযোগ নেই। তার মধ্যে গত কদিন ধরে হাড় কাঁপানো শীত পড়ছে। এর ফলে পল্টি মুরগীর যে পরিমান তাপমাত্রার প্রয়োজন হচ্ছে তার যোগান দেয়া সম্ভব হচ্ছে না। যে কারনে ফার্মের ৫শতাধীক মুরগী মারাগেছে। এতেকরে ব্যবসায়ীক ভাবে তাকে বেশ ক্ষতিগ্রস্থ হতে হয়েয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, শুধুমাত্র আগৈলঝাড়ায় নয়, ইতিপূর্বে বরিশালের বিভিন্ন স্থানে শীত ও শৈত্য প্রবাহের কারনে বিভিন্ন ফার্মে পোল্টি মুরগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পাশাপাশি ফসলেও ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।