মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর পলাশপুর এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ৬০ বছর বয়সী বৃদ্ধ ভিক্ষুকের বিরুদ্ধে। এ অভিযোগে আব্দুস সাত্তার মুন্সী নামের ধর্ষককে আটক করেছে মহানগরীর কাউনিয়া থানা পুলিশ। রোববার বিসিসি’র ৫নং ওয়ার্ডের পলাশপুরের মতিনপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আব্দুল জব্বার মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ধর্ষিতা শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করা হয়। শিশুর মা জানায়, আব্দুস সাত্তার ও তারা উভয়ে জব্বার মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। রাতে শিশু কন্যাকে একা ঘরে রেখে তার মা ও বাবা বাইরে কাজে বের হয়। সেই সুযোগে প্রতিবেশী আব্দুস সাত্তার শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় প্রতিবেশীরা শিশুর চিকিৎকার শুনে ছুটে আসে এবং ধর্ষককে আটক করে থানায় খবর দেয়। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। কাউনিয়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক তানজিল আহমেদ জানান, তারা ঘটনাস্থল থেকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আব্দুস সাত্তার মুন্সিকে আটক করেন। তাছাড়া এই ঘটনায় শিশুর মা থানায় একটি অভিযোগ দিয়েছেন। ভিকটিমের মেডিকেল পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ আইনে মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি।