প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে শিক্ষার আলো ছড়াচ্ছে ব্র্যাকের “ভাসমান শিক্ষা তরী”
Sunday March 16, 2025 , 9:20 pm
এভাবেই বছরব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার কার্যক্রম অব্যাহত রয়েছে
বরিশালে শিক্ষার আলো ছড়াচ্ছে ব্র্যাকের “ভাসমান শিক্ষা তরী”
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক আশার আলো হয়ে উঠেছে ভাসমান শিক্ষা তরী। জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের সন্ধ্যা নদীর শাখা নদীতে ভাসমান এই তরীগুলোর মাধ্যমে এখন ওই এলাকার প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ব্র্যাকের উদ্যোগে শুরু হওয়া শিক্ষা তরী কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা গণিত, বিজ্ঞান, মূল্যবোধ ও শিষ্টাচার শেখার সুযোগ পাচ্ছেন। ভাসমান শিক্ষা তরীর ভেতরে শিশুদের উপযোগী নানা শিক্ষা সামগ্রী দিয়ে সাজানো রয়েছে। যা একটি বিদ্যালয়ের মতো। শিক্ষার্থীরা সহজ উপকরণের মাধ্যমে বিভিন্ন বিষয়ের শিক্ষা গ্রহণ করছে শিক্ষা তরীতে। সূত্রে আরও জানা গেছে, এ ধরনের শিক্ষা কার্যক্রমে প্রতিটি নৌকায় একজন শিক্ষকের তত্ত্বাবধানে প্রায় ৩০ শিক্ষার্থী একসঙ্গে ক্লাস করতে পারছে। দেশের হাওড়, দ্বীপ, চর ও প্রত্যন্ত অঞ্চলের শিশুরা ১০ থেকে ১৪ দিনব্যাপী এই বিশেষ শিক্ষা কর্মসূচিতে বিনামূল্যে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার সোহেল রানা বলেন, নদীর পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের শিক্ষার্থীদের এই ভাসমান শিক্ষা তরীতে আমন্ত্রণ জানানো হয়। এরপর শিক্ষার্থীদের বিশেষ পদ্ধতিতে শিখন শেখানোর পর ভাসমান তরী আবার অন্য কোথাও নোঙর করে। এভাবেই বছরব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে ভাসমান শিক্ষা তরীর কার্যক্রম অব্যাহত রয়েছে।