|
কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জনিত কারনে আইন শৃঙখলা বাহিনী পুলিশ মোতায়েন
বরিশালে শান্তিপূর্ণভাবে বিএম কলেজে ছাত্র ধর্মঘট কর্মসূচি পালিত
বরিশাল বিএম কলেজে ছাত্রলীগের উপস্তিতে শান্তিপূর্ণভাবে মিছিল,সভা-সমাবেশ করার মাধ্যমে ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্র জোট বরিশাল জেলা শাখা। আজ (২৯-০১-১৮) সোমবার পূর্ব ঘোষনা অনুযায়ী শিক্ষার গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন সহ সারা দেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৪দফা দাবিতে কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে এ ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করেন তারা। পড়ে বিএম কলেজ জিরো পয়েন্টে জাহাঙ্গীর হোসেন কামালের সভাপতিত্বে ছাত্র ধর্মঘট প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, ছাত্র ফেডারেশনের জেলা কমিটির আহবায়ক নবীন আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারন সম্পাদক সম্পা দাশ, বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ন সম্পাদক রাজীব বেপারী প্রমুখ। সমাবেশ সঞ্চলনা করেন মোজাম্মেল সাগর। এর পূর্বে কয়েক দফা প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাস, বিএম কলেজ সড়কে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। অপরদিকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম বেশ কিছু কর্মী নিয়ে বিএম কলেজ লাইব্রেরী ভবনের সামনে অবস্থান নেয়। এসময় সাদ্দামের কাছে তাদের অবস্থান নেয়ার কারন কি জানতে চাইলে তারা বলেন প্রগতিশীল ছাত্র জোটের মিছিল-মিটিংয়ে তাদের কোন আপত্তি নেই। তারা অবস্থান নিয়েছে তাদের অনুপস্তিতে যদি ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করে পালিয়ে যাবে যার দোষ গিয়ে পড়বে ছাত্রলীগের উপর তাই আমরা ওদেরকে পাহারা দিচ্ছি। পরে বিএম কলেজ অধ্যক্ষসহ একদল শিক্ষক এসে উভয় দলের নেতা-কর্মীদের সাথে কথা বলেন এবং পরিস্তিতি শান্ত রাখার আহবান জানান। প্রগতিশীল ছাত্র জোট কলেজে ছাত্র ধর্মঘট আহবান করার কারনে কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জনিত কারনে আইন শৃঙখলা বাহিনী পুলিশ মোতায়েন করা হয়।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
১৬০
|
|