উৎসবমূখর পরিবেশ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে নির্বাচন নিশ্চিত করবেন
বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে-নির্বাচন কমিশনার সচিব হেলালুদ্দীন আহমদ
বরিশালে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদ বিভিন্ন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, সকল প্রাথীর জন্য সমতাপূর্ণ মাঠ তরীত তারা প্রতি আচ্ছন্য। নির্বাচনের পোলিং ও প্রিসাইডিং অফিসার দায়ীত্ব পালনকারী দলীয় মনোভাপন ব্যাক্তিকে দায়ীত্ব না দেয়ার জন্য বলেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা করেন। তিনি আরো বলেন তাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন বিদেশী কোন ব্যাক্তি বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন মন্তব্য করলে তা গ্রহন যোগ্য হবে না। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরো জানান এখানে এসে রিটানিং ও সহকারী রিটানিং অফিসারদের কাছ থেকে মতামত নিয়েছি এবং তাদের দিক নির্দেশনা দিয়েছি। বরিশালে উৎসবমূখর পরিবেশ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে নির্বাচন নিশ্চিত করবেন। দুপুরে বরিশাল সার্কিট হাউজে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করবেন। যাতে করে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের পূর্বে বা পরবর্তীতে কোন ধরনের সহিংসতা না ঘটে।