প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ১৪১ তম জন্মবার্ষিকী ও স্মারক বক্তৃতার আয়োজন
Tuesday September 12, 2017 , 11:31 am
বক্তৃতার বিষয় – ‘শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের সমাজ ভাবনা’
বরিশালে শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ১৪১ তম জন্মবার্ষিকী ও স্মারক বক্তৃতার আয়োজন
স্টাফ রিপোর্টার : কালজয়ী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ১৪১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় স্মারক বক্তৃতার আয়োজন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র,বরিশাল।বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে,‘শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের সমাজ ভাবনা’।বরিশালের সিএন্ডবি রোডের তন্ময় কমিউনিটি সেন্টার সংলগ্ন ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজে অনুষ্ঠিত এ আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র,বরিশালের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ।