Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ২৫, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শব্দাবলী গ্রুপ থিয়েটারের দু’দিনের অনুষ্ঠান 
Saturday December 30, 2017 , 8:08 pm
Print this E-mail this

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যকর্মিদের আনন্দ বৈঠক ও গিয়াস-মিলন নাট্য পদক প্রদান

বরিশালে শব্দাবলী গ্রুপ থিয়েটারের দু’দিনের অনুষ্ঠান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামীকাল রবিবার (৩১ ডিসেম্বর) থেকে শব্দাবলী গ্রুপ থিয়েটার দু’দিনের অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করেছে। এরমধ্যে রয়েছে শব্দাবলী স্টুডিও থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যকর্মিদের আনন্দ বৈঠক ও গিয়াস-মিলন নাট্য পদক প্রদান। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারী সংগঠনের স্টুডিও থিয়েটার মিলনায়তনে চলবে অনুষ্ঠানগুলো। বছর শেষ ও নতুন বছরের শুরু করতে চায় শব্দাবলী গ্রুপ থিয়েটার ভিন্ন মাত্রার সাংস্কৃতিক কর্মকান্ড দিয়ে। এবার দু’দিনের আয়োজনে থাকছে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যকর্মিদের আনন্দ-বৈঠক এবং গিয়াস-মিলননাট্য পদক প্রদান। দু’টি কর্মসূচি নিয়ে শব্দাবলীর নাট্যকর্মিরা আবার উজ্জীবিত। শব্দাবলী স্টুডিও থিয়েটার এর প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ ডিসেম্বর। এ উপলক্ষে ওইদিন সন্ধ্যায় দলের নিজস্ব স্টুডিও থিয়েটার হলেবসবে আনন্দ বৈঠক। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর চেয়ারম্যান প্রফেসর মু: জিয়াউল হক। উদ্বোধন করবেন শব্দাবলী উপদেষ্টা পরিষদ সদস্য সাহান আরা বেগম। দ্বিতীয় দিন ১জানুয়ারী গিয়াস-মিলন পদক প্রদান অনুষ্ঠান একই হলে সন্ধ্যা ৬টায়। শব্দাবলী প্রবর্তিত এবারের নাট্য পদক পাচ্ছেন চট্টগ্রামের নাট্যজন অভিজিৎ সেনগুপ্ত। তিন বছর ধরে গিয়াস-মিলন পদক প্রদান করে আসছে শব্দাবলী। প্রথমবার পদক প্রদান করে সম্মাননা জানানো হয়ে ছিলো নাট্য জন লিয়াকত আলী লাকীকে। পরের বছর ২০১৬ সালে পদক পেয়েছিলেন হবিগঞ্জের নাট্য সংগঠক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু। শব্দাবলীর এ আয়োজন নাট্য ও সাংস্কৃতিক কর্মিদের মাঝে খুবই প্রশংসিত। নাটক ও সাংস্কৃতিক কর্মিদের প্রেরনা ও জুগিয়ে আসছে। বিশেষ করে তৃনমূলের কর্মিদের কাছে এমন আয়োজন নিজ নিজ কাজের ক্ষেত্রে উদ্দীপনা সৃষ্টি করছে।এ বছরের গিয়াস-মিলন নাট্য পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বরিশালের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। সম্মানিত অতিথি হিসাবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়াত ফেরদৌস ও প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন। সভাপতিত্ব করবেন শব্দাবলী উপদেষ্টা পরিষদ চেয়ারম্যান সাহান আরা বেগম।




Archives
Image
ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে সুবিধাপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা : ফারুক ই আজম
Image
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে জনগণ হতাশ হবে : তারেক রহমান
Image
বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা : ভারতের কাছে জবাব চাওয়ার দাবি
Image
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
Image
বরিশালে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ