|
ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মেধাবী ছাত্র লোকমান হোসেন
বরিশালে লোকমানের চিকিৎসা সহায়তায় কনসার্ট ১৮ অক্টোবর, থাকছে ‘জলের গান’
মুক্তখবর বিনোদন ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও তরুণ সংগঠক মো: লোকমান হোসেনের চিকিৎসায় সহায়তা করার লক্ষ্যে কনসার্টের আয়োজন করেছে ‘একাত্তরের চেতনা’। বুধবার (অক্টোবর ১৮) সন্ধ্যা ৬টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কনসার্টে গান পরিবেশন করবে ‘জলের গান’। এরইমধ্যে নগরীর বিভিন্ন স্থানে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। কনসার্টের আয়োজক সংগঠন ৭১’র চেতনার কেন্দ্রীয় সভাপতি বাহাউদ্দিন গোলাপ জানান, ৭১’র চেতনার সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন একজন মেধাবী সংগঠক। সে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। আর এ কারণে যে যেভাবে পারছি সহায়তায় এগিয়ে আসছি। লোকমানের চিকিৎসা তহবিল সংগ্রহের লক্ষ্যে আগামী ১৮ অক্টোবর ৭১’র চেতনার উদ্যোগে চ্যারিটি কনসার্ট আয়োজন করা হয়েছে। দেশের জনপ্রিয় গানের দল ‘জলের গান’ আসছে এই চ্যারিটি কনসার্টে। ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে কনসার্টটি। প্রবেশ মূল্য রাখা হয়েছে মাত্র ৩০০/- (তিনশত টাকা)। অগ্রিম টিকিট সংগ্রহ করার জন্য সকলকে আহবান জানাচ্ছি। কনসার্টের টিকিট প্রাপ্তির ক্ষেত্রে : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভার্সিটি কর্নার (মোবা: 01734700329), বরিশাল নগরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে সামনে অদিতি ক্যারিয়ার (মোবা: 01711993233), নগরের নতুনবাজার এলাকার বই বিপণন প্রতিষ্ঠান নির্বাচিত (মোবা: 01717504827) ও নগরীর সদররোডস্থ পাঠকবন্ধু লাইব্রেরি (মোবা: 017-113-41600)-তে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশাল জেলা শাখার সদস্য সচিব বাহাউদ্দিন গোলাপ আরও বলেন, যেকোনো সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজে সবসময় সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছেন লোকমান। সকল স্তরের মানুষের সঙ্গে তার একটা চমৎকার আন্তরিক সম্পর্ক রয়েছে। আজ ওর এই সংকটকালে নিশ্চয়ই সহযোগিতার হাত প্রসারিত করে সবাই এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা করছি।বিপদে আপদে সবার পাশে থাকতো লোকমান হোসেন, এমটা জানিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার বলেন, আমরা কত টাকাই না কত জায়গাতে খরচ করছি। একজন মেধাবী ছাত্রের চিকিৎসার জন্য জন্য সেখান থেকে কিছুটা যদি সহায়তা করি তবে সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এদিকে স্থানীয়ভাবে লোকমানকে ভালোবেসে অনেকেই সহায়তা করছেন। সর্বশেষ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ ব্রেন টিউমারে আক্রান্ত লোকমানের চিকিৎসার জন্য ৫ লাখ টাকার অনুদান দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আরিফ হোসেন বলেন, লোকমানের পাশে দাঁড়ানোয় বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার এবং মেহেন্দিগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাচ্ছি।
Post Views:
১১৪
|
|