বিদেশী ৬ বোতল বাংলা মদ ও ২৫ লিটার বিদেশী মদ উদ্ধার
বরিশালে র্যাব-৮র অভিযান, মাদকসহ আটক ২
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযানে শৈলেন মালাকার (৫০) এর বসত ঘরের মধ্যে বিদেশী ৬ বোতল বাংলা মদ ও ২৫ লিটার বিদেশী মদ উদ্ধার করে র্যাব-৮। বৃহস্পতিবার বিকেলে এই উদ্ধার অভিযান সম্পন্ন করা হয় বলে সকালে এক মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে র্যাব। শুক্রবার (জানুয়ারি ১৪) সকাল ১১টায় এক মেইলবার্তায় র্যাবের দেয়া তথ্যে, আগৈলঝাড়ার বাকাল এলাকার মৃত পিতা মালাকারের ছেলে শৈলেন মালাকার। পৃথক অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন আমতলী কাঠালতলা এলাকার মোঃ হান্নান মিয়া (৪৫) এর কাছ থেকে ২৪৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ে নগদ ২,৫১০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ জি এম আনসার আলী বাদী হয়ে আগৈলঝাড়া থানা এবং গোপালগঞ্জ জেলার কোটয়ালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেন।