বরিশালে র্যাবের অভিযানে ৮৩৭ বোতল ফেন্সিডিল সহ আটক-১
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ৮৩৭ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র্যাব-৮। এ সময়ে আকিজগ্রুপের এক কার্ভাড ভ্যানও জব্দ করা হয়। শুক্রবার দিবাগত রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের আব্দুর রব সেরনিয়াবাত ব্রীজের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মো. রাসেল (২১) যশোরের বেনাপোল এলাকার অন্তর্ভূক্ত গাতিপাড়া গ্রামের মো. সোলাইমান ছেলে। র্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময়ে বরিশাল-পটুয়াখালী সড়ক দিয়ে আকিজ ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যানে করে মাদক জাতীয় দ্রব্য ঝালকাঠি জেলার নলছিটিতে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি বেলী ফিলিং ষ্টেশনের সামনে অবস্থান নেন। এর কিছুক্ষন পর আকিজ ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরবর্তীতে ওই ভ্যানটি তল্লাশি করা হলে সেটির ভেতরে প্যাকেট করা অবস্থায় ৮৩৭ বোতল ফেন্সিডিলসহ পাওয়া যায়। রাসেল বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবারাহ করে থাকে বলে র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানান। এই ঘটনায় আটকৃতর বিরুদ্ধে নলছিটি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।