Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির সাথে পুলিশের সংঘর্ষ 
Thursday April 19, 2018 , 9:35 pm
Print this E-mail this

এসি, ওসি ৬ পুলিশ সহ আহত ২০ জন, আটক ৬ জন

বরিশালে রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির সাথে পুলিশের সংঘর্ষ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) শাহানাজ পারভীনসহ ৬ পুলিশ সদস্য ও অন্তত ২০ আন্দোলনকারী শ্রমিক আহত হয়েছেন। এঘটনায় আটক করা হয়েছে বাসদের বরিশাল জেলা সদস্য সচিব ও সিটি মেয়র প্রার্থী মনিষা চক্রবর্তীসহ ৬ আন্দোলনকারীকে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র সদর রোডে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল থেকেই নগরীর ব্যস্ততম সড়ক সদর রোডে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ বন্ধ এবং লাইসেন্স প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে অটোরিকশা শ্রমিকরা। এতে স্বাভাবিক যান চলাচল ব্যহত হয়। ওই সময় কোতয়ালি পুলিশের পক্ষ থেকে রাস্তা না আটকিয়ে আন্দোলন করার অনুরোধ করা হয়। সেই অনুরোধে কিছুক্ষণের জন্য রাস্তা ছেড়ে দিলেও পরবর্তীতে ফের আটকে রাখে আন্দোলনকারীরা। ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ করলে একপর্যায়ে পাল্টা প্রতিরোধে অগ্রসর হয় আন্দোলনকারীরা। পরক্ষণে পুলিশ ও আন্দোলকারীদের শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ৬ পুলিশ সদস্য ও অন্তত ২০ আন্দোলনকারী আহত হয়েছে। বরিশাল কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) শাহানাজ পারভীন জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আহত শ্রমিকদেরও সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ওপরে হামলার ঘটনায় ৬জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Archives
Image
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : ড. ইউনূস
Image
বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে
Image
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ
Image
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুন আর নেই
Image
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০