|
নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি
বরিশালে রাসেদ খান মেননের হত্যা প্রচেষ্টাকারীদের বিচারের দাবী
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ওয়াকার্স চেয়ারম্যান কমরেড রাসেদ খান মেননের হত্যা প্রচেষ্টাকারীদের বিচার করা সহ মৌলবাদী-জঙ্গিবাদ প্রতিরোধ কর, মাদকাসক্ত, সন্ত্রাসের বিরুদ্বে সংগ্রাম জোরদার কর, স্বাধীনতা, গনতন্ত্র ও উন্নয়নের ধারা এগিয়ে নেয়ার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় নগরীর অশ্বিনী কুমার টাইন হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কমরেড শান্তি দাস, বিশ্বজিৎ বাড়ৈ, জাকির হোসেন, ফায়জুল হক বালী, মোজাম্মেল হক ফিরোজ, ছাত্র নেতা অনুলন দাস আলো,শামীম শাহরুখ তমাল ও মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানি শীল প্রমুখ। পরে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের হয়, মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।
Post Views:
১,৩৬৮
|
|