সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি
বরিশালে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে অপরাজিতাদের সংলাপ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগীয় পর্যায়ে অপরাজিতাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সেপ্টেম্বর ১৬) দুপুরে নগরীর ইউরো কনভেনশন হলরুমে বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এম এ জলীল, পিরোজপুর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেকসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভায় ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সদস্যরা।