সূচির নোভেল পুরস্কার প্রত্যাহার করে নেয়ার জন্য জাতী সংঘের প্রতি আহবান
বরিশালে রাখাইনে গনহত্যা বন্ধ করার দাবীতে মানববন্ধন
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের গনহত্যা বন্ধ ও মায়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃস্টি করা সহ কফি আনানের রিপোর্ট বাস্থবায়ন করার দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে গনসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখা।আজ (১২-০৯-১৭) দুপুর বারটায় নগরীর ব্যাস্থতম সড়ক সদররোডে এ কর্মসূচি পালিত হয়।গনসংহতি আন্দোলনের জেলা শাখার সভাপতি দেওয়ান আঃ রসিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,হারুন-অর-রসিদ,জিললুর রহমান,নবীন আহমেদ,আরিফুর রহমান মিরাজ ও আঃ গনি হাওলাদার প্রমুখ।বক্তরা এসময় বলেন,মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের উপর যে গনহত্যা সহ নির্যাতন চালিয়ে যাচ্ছে তা বন্ধ করার জন্য আন্তর্জাতিকভাবে সকলকে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি দাবী জানান।সেই সাথে যে শান্তির জন্য সূচিকে নোভেল পুরস্কার দেওয়া হয়েছে তা প্রত্যাহার করে নেয়ার জন্যও জাতী সংঘের প্রতি আহবান জানান।