|
| | | |
নবমিতা হালদার বুধবার দিবাগত রাতে ঘরের আড়ার সাথে ওড়ানা দিয়ে গলায় ফাঁস দেয়
বরিশালে রহস্যজনক ভাবে এক স্কুল ছাত্রীর মৃত্যু!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় রহস্যজনক ভাবে এক স্কুল ছাত্রী মৃত্যু হয়েছে। জানাগেছে, উপজেলার আহুতি বাট্রা গ্রামের কেশব হালদারের মেয়ে দক্ষিন চলবল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী নবমিতা হালদার বুধবার দিবাগত রাতে ঘরের আড়ার সাথে ওড়ানা দিয়ে গলায় ফাঁস দেয়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে নিচে নামায়। স্থানীয় লোকজন আগৈলঝাড়া থানায় খবর দিলে ওসি তদন্ত নকিব আকরাম ও এস আই মনিরুজ্জামান, এসআই জসিম সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করে। এঘটনায় আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।
Post Views:
১,৫৫৯
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|