Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ দুই যুবক আটক 
Thursday November 21, 2024 , 3:57 pm
Print this E-mail this

কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

বরিশালে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্রসহ দুই যুবক আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বান্দ রোডস্থ চাঁদমারী কলোনীতে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়। এসময় কিছু পরিমাণ চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, হাতুড়ি এবং লাঠিসহ অন্যান্য দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। বুধবার (নভেম্বর ২০) বিকেলে সেনাবাহিনী ও কোতয়ালী মডেল থানা পুলিশ, র‌্যাব-৮ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।আটককৃতরা হলেন-ওই এলাকার বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে সাদ্দাম হাওলাদার ওরফে জামাই রাসেল (৩২) ও একই এলাকার হাবিব মিঞার ছেলে রায়হান কাওসার (৩১)। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চাঁদমারী স্টেডিয়াম (বঙ্গবন্ধু) কলোনি অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর নেতৃত্বে কোতয়ালী মডেল থানা পুলিশ এবং র‌্যাব-৮ সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এসময় কিছু পরিমাণ চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, হাতুড়ি এবং লাঠিসহ অন্যান্য দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, আটককৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এই অস্ত্রগুলো কী কাজে তারা ব্যবহারের জন্য মজুদ করেছে তা জানার চেষ্টা চলছে। এছাড়াও এদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছেন তারা। তাছাড়া অস্ত্রসহ আটকের ঘটনায় কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের